রক্তে ভেজা উপাসনালয়
মঈন তাজ


ধর্মের নামে অধর্ম করে,
বিদ্বেষে দেয় মনটা ভরে।


হিংসা বিবাদ যাচ্ছে বেড়ে
অকারনে রক্ত ঝরে।


মানবতা বিনাশ করে,
মনুষ্যত্ব যাচ্ছে উড়ে।


অন্যায় আর অবিচারে,
বিশ্ব টা আজ যাচ্ছে ভরে।


হিংস্রতা খুব যাচ্ছে বেড়ে,
শান্তি খুঁজি মানুষ মেরে।


রক্ত নেশায় মত্ত হয়ে,
মানুষ মরে বোমার ঘায়ে।


মানুষ যখন মানুষ মারে,
হাসে ইবলিশ উচ্চ স্বরে।


ধর্মালয়ে হামলা করে,
ঘৃন্য আমি বলি তারে।


ঘৃনা জাগে তাদের তরে,
সত্য যারা গোপন করে।


আপন জাতের মাংস খাই,
এমন জাত কোথাও নাই।


শ্রেষ্ঠ মানব ঘৃন্য তাই,
কাজে কর্মে প্রমাণ পায়।


রক্তে ভেজা উপাসনালয়,
শান্তি আমি পাব কোথায়।


ঢাকা
২৫/০৪/১৯