সে কি ভুলা যায়
মঈন তাজ

টানাটানা চোখে তার কাজলের রেখা
টোলপড়া গালে তার ভালোবাসা লেখা,
ছিপছিপে দেহ খানা নাকে নথ দুলে
জবা ফুল গুঁজে রাখে বেনী বাঁধা চুলে

ভুরু দেখে মনে হয় প্রথমার চাঁদ
কপালের লাল টিপ প্রেমের প্রসাদ,
যখন সে হেটে চলে লাল শাড়ি পড়ে
ভালোবাসা এঁকে যায় হৃদয়ের পরে।

লাল রাঙা ঠোঁটে তার গোলাপের হাসি
মধু মাখা হাসি তার হয়না তা বাসি,
এলো চুলে হেলে দুলে যখন সে হাটে
প্রেম যেনো দোলা দেয় হৃদয়ের বাটে।

সোনালী রোদের মত গায়ের বরণ
কোন ফাঁকে হৃদয়টা করেছে হরণ,
তারি কথা শুধু আমি ভাবি দিনে রাতে
মোহ মায়া মাখা যেনো আছে তার সাথে।

ভুলতে পারিনা আমি কভু কেনো তারে?
বারেবারে দোলা দেয় এ মনের দ্বারে,
এমন চপলা মেয়ে কোথা আমি পাই
হরিণী নয়ন জোড়া সে কি ভুলা যায়?

যশোর
১১/০৬/২০