সঞ্জীবিত তারুণ্য
মঈন তাজ
প্রেমের খেলা আত্মভোলা ডুব মারি তাই যৌবনে,
মৌমাছিতে হুল ফুটাবে গেলেতো ভাই মৌবনে!
অন্ধকারে আলো দেখি বিশ্ব দেখি রঙ্গিনময়,
অসাধ্যকে সাধন করি তারেই বুঝি যৌবন কয়?
জয়ের নেশা মনের মাঝে নেই সেখানে মৃত্যু ভয়,
পাহাড় ডিঙ্গার সুপ্ত নেশা তারেই বুঝি তরুণ কয়।
তারুণ্যের ঐ অসীম সাহস সপ্ত আকাশ দেয় পাড়ি,
দীপ্তি শিখা জ্বালায় সে-তো জয়ের মহা কারবারি।
এক ডুবে দেয় সাগর পাড়ি একূল থেকে ওকূল যায়,
নিত্য নতুন আবিস্কারে ক্ষিপ্র বেগে সামনে ধায়।
হীরা মানিক মুক্তা আনে যায় জমিনের অতল দেশ,
বন বাদারে অবাধ ঘুরে হয়না অভিযানের শেষ।
আধার ঘেরা বাধার পাথর ভেঙ্গে করে চুরমুচার,
যৌবনের ঐ দীপ্ত আলোয় পালায় দূরে অন্ধকার।
হাত গুটিয়ে রয়না বসে নিত্য আনে সংস্কার,
সঞ্জীবিত তারুণ্য তাই দেশ ও জাতির অহংকার।
যশোর
০৩/০১/২২