ষড়ঋতুর আকাশ
মঈন তাজ

গ্রীষ্মকালে তপ্ত দুপুর
আকাশ খাঁখাঁ করে,
বর্ষাকালে আকাশ দেখি
বৃষ্টি দিয়ে ভরে।

শরৎকালে রঙিন আকাশ
শুভ্র সাদা মেঘ,
হেমন্ততে ঝাপসা আকাশ
শীতল বায়ুর বেগ।

শীতকালেতে আকাশ থাকে
কুয়াশাতে ঢাকা,
বসন্ততে উদাস আকাশ
ফুল ফাগুনে আঁকা।

এইতো আমার ষড়ঋতুর
সোনার বাংলাদেশ,
রঙ বেরঙের রূপে সাজে
লাগে বড় বেশ।

যশোর
০৩/০৯/২১