স্মৃতি
মঈন তাজ

হৃদ আকাশে স্মৃতির মেলা
হাজার স্মৃতি ঘুরে
অনেক স্মৃতি যায়না ভুলা
থাকে হৃদয় জুড়ে।

অনেক স্মৃতি যায় হারিয়ে
হাজার স্মৃতির ভিড়ে।
বছর ঘুরে অনেক স্মৃতি
আসে ফিরে ফিরে।

অনেক স্মৃতি কান্না ঝরায়
মনের গহীন বনে
অনেক স্মৃতি হাসির জোয়ার
আনে হৃদয় কোণে।

তোমার আমার কত স্মৃতি
আছে হৃদয় ঘিরে
সেই তুমি আজ কেথায় গেলে
পাব কি আর ফিরে।

প্রতিদিন-ই আশায় থাকি
স্মৃতির দুয়ার খুলে
সেই তুমি আজ কেমন করে
আমায় গেলে ভুলে।

ঢাকা
১১/১০/১৯