স্মৃতির তর্জমা
মঈন তাজ

পঁচিশ বছর পরে
শত স্মৃতি মায়া ডোরে
দেখা হলো এক সাথে।
হারিয়ে যাওয়া স্মৃতি
আবার বাড়লো প্রীতি
কোনো এক অজুহাতে।

পুলক লহরে
মনের শহরে
যত কথা ছিলো জমা,
পিছুটান ভুলে,
বলি প্রাণ খুলে,
করি তার তর্জমা।

২০/১১/২২
শমশেরনগর