তাঁহার গুনগান
মঈন তাজ

ভোরের পাখির গান,
মিষ্টি কলতান,
নেচে উঠে প্রাণ,
আল্লাহ মহিয়ান।

পাকা ধানের ঘ্রাণ,
প্রকৃতি অম্লান,
মহান রবের দান,
আল্লাহ সু-মহান।

মানব সু-সন্তান,
লব্ধ তাহার জ্ঞান
বাড়ায় জাতির মান,
আল্লাহ মেহেরবান।

মুমিন মুসলমান,
শুনে যার আজান,
মন করে আনচান,
আল্লাহ রহমান ।

মানুষের কল্যাণ,
জান করে কুরবান,
সেইতো হৃদয়বান,
আল্লাহ গরিয়ান।

করে অকল্যাণ,
আজাজিল শয়তান,
সাক্ষী আল কুরআন,
আল্লাহ জ্ঞানবান।

পবিত্র কুরআন,
জীবন সংবিধান,
নাও হে তাঁর আঘ্রাণ,
আল্লাহ দয়াবান।

মানুষের সম্মান,
মহান রবের দান,
তাঁরই সুধা পান,
আল্লাহ প্রজ্ঞাবান।

সৎ ও নিষ্ঠাবান,
আছে যার ঈমান,
আল্লাহ করেন ত্রাণ,
আল্লাহ বিরাজমান।

তাঁহার গুনগান,
জুড়ায় মনপ্রাণ,
সর্বশক্তিমান,
আল্লাহ একক মান।

২৩/০৫/২১
বাংগাবাড়ী, চাঁপাই নবাবগঞ্জ।