আমি তুমুলবৃষ্টি ঝরাবো তোমার ঠোঁটে
মোজাম্মেল সুমন


তুমিআমি দুজনে ভিজবো বর্ষার বৃষ্টিতে,
অনেককিছু হয়ে যাবে চোখের বেহায়া দৃষ্টিতে!
তুমি নগ্নপায়ে হেঁটে আসবে আমার কাছে,
আমার মাঝে তোমার ভালোবাসা জমা আছে ।


ফোঁটাফোঁটা বৃষ্টি পড়বে তোমার নগ্নহাতে,
আমার মতো প্রকৃতিও থাকবে দারুণ মগ্ন তাতে!
প্রবল বৃষ্টির জলে ভিজবে তোমার অঙ্গ,
আমি ঠিক কাকভেজা প্রেমিক হয়ে দিবো সঙ্গ!


তোমার দেহে লেগে থাকবে ভেজা শাড়ি,
আমার ছোঁয়ায় তুমি হয়ে উঠবে প্রেমময় নারী!
তুমি আমায় বাহুবন্দি করতে কাতরাবে,
আমার আঙুল তোমার নাভিসমুদ্রে সাঁতরাবে ।


তোমার ভেজা চুল ঘাড়ে নেতিয়ে পড়বে,
আমি সরিয়ে দিতে না দিতেই জড়িয়ে ধরবে!
শিহরণ জাগবে দেহে কাঁপাকাঁপি নিশ্বাসে,
ভালোবাসা ভালোবাসে হৃদয়ের গভীর বিশ্বাসে ।


তোমার বুকের যুগল নদী উঠবে ফুলে,
আমায় কাছে পেয়ে তাবৎ পৃথিবী যাবে ভু্লে ।
কদমের মতো লজ্জা পাপড়ি যাবে ঝরে,
তোমার লালচোখের চাহনি নিবো আমার করে!


হঠাৎ আকাশের মেঘ চমকাবে বিকটে,
সাদর সম্ভাষণে তোমাকে পাবো ভীষণ নিকটে!
দুটি দেহের প্রেমাকর্ষণ ছাড়বে না মোটে,
আমি তুমুলবৃষ্টি ঝরাবো তোমার দুটি ঠোঁটে!