তুমি কেমন মানুষ
মোজাম্মেল সুমন


তুমি কেমন মানুষ?
মানছো না মহান সৃষ্টিকর্তার হুকুম,
মানুষ হয়েও মানুষের প্রতি করো জুলুম।


তুমি কেমন মানুষ?
মুখে পাঠ করো লোক দেখানো কালিমা,
মনের কুরসীতে রাঙানো পাপের লালিমা।


তুমি কেমন মানুষ?
ইবাদাত করছো না, পড়ছো না নামাজ,
ভেবে দেখো তোমার প্রতি সৃষ্টিকর্তা নারাজ।


তুমি কেমন মানুষ?
তুমি নিসাবি হয়েও দাও না যাকাত,
পরকালে শাস্তি আছে, পাবে না নাজাত।


তুমি কেমন মানুষ?
পবিত্র রমজানে পালন করছো না সিয়াম,
দয়াময়ী আল্লাহর নিকট করছো না কিয়াম।


তুমি কেমন মানুষ?
প্রচুর সম্পদশালী হয়েও করছো না হজ,
রেহাই পাবে না যেদিন আল্লাহ হবেন জজ।


তুমি কেমন মানুষ?
যখনতখন নির্ভয়ে কথা বলে চলো মিথ্যা,
এখনো শিখতে পারলে না সচ্চরিত্রের বিদ্যা।


তুমি কেমন মানুষ?
ইহকালের পরকালের সুখশান্তি না চাও,
এখনো সময় আছে দ্বীনের পথে ফিরে যাও।