ডুবন্ত দেবীর নিথর দেহে

ডুবন্ত দেবীর নিথর দেহে
কবি
প্রকাশনী ঝিঙেফুল
সম্পাদক গিয়াসউদ্দীন খসরু
প্রচ্ছদ শিল্পী খসরু
স্বত্ব লেখক
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৭
সর্বশেষ প্রকাশ ফেব্রুয়ারি ২০১৭
সর্বশেষ সংস্করণ ১ম
বিক্রয় মূল্য ১০০ টাকা

সংক্ষিপ্ত বর্ণনা

আমি লিখেছি কবিতা
শব্দে ছন্দে কবিতা করেছে নৃত্য,
আমি লিখেছি কবিতা
কবিতা ভরেছে আমার শূন্য চিত্ত।
আমি কলমের বিকার,
বিবেকের হাহাকার, এঁকেছি নিত্য,
আমি মাত্রায় মাত্রা, অঘোষিত বার্তা,
আমি ব্যঞ্জন স্বরবৃত্ত।

আমি লিখেছি কবিতা,
শব্দে ছন্দে কবিতা করেছে নৃত্য।।

আমি উপমায় উড়ি, ঝঙ্কারে গড়ি,
বৈরীভাবে ভাবমূর্ত,
আমার মানস পটে, হরি বলে ঘটে,
কবি কবিতার তীর্থ।

আমি লিখেছি কবিতা,
শব্দে ছন্দে কবিতা করেছে নৃত্য।।

ভূমিকা

বন্ধনা

জন্মেই যে মরা,
যমকে দিয়ে হজম করা,
যমই হোক বীর,
মৃত্যুর কোলে বাঁচতে আসিনি বিভো,
বিধ্ বুকে মৃত্যু তীর।

বুনে যাবো কাঁথা গাঁথা,
রচে যাবা শত পাতা,
দধীচির
পুরাণ কোরান চষে, ভরে দিবো রসে,
মসজিদ মন্দির।
লিখে যাবো গীত গীতা,
সীতাকে এনে দিবো রামসম বীর
মোস্তাফিজ বেঁচে থাকবে মানস মন্দিরে
উঁচু করে শির।

মৃত্যুকে নিয়ে, থাকবে জিয়ে,
উঠবে অম্বর চিরে চৌ-চির
আমি মুস্তাফিজ, হৃদয়ে বুনেছি বীজ,
হতে মুনতাসির।

মৃত্যুর কোলে বাঁচতে আসিনি বিভো,
বিধ্ বুকে মৃত্যু তীর ।।

উৎসর্গ

পিতা আব্দুল করিম
ও মাতা রাজ বানু।
এবং তাসলিমা রহমান