কত শত দুরন্ত বৈশাখী ঝড়ে,
ভেঙ্গে গেল সব, দূরে সরে গেল উড়ে।
তোমার দুয়ারে ভগ্ন হৃদয়ে বসি-
অপেক্ষায় আমি, কবে তুমি দিবে দেখা?
মুছে যাবে সব ভগ্ন কপালের রেখা।


বৈশাখ যায় কত বৈশাখ আসে,
মনের মেঘ আকাশে আকাশে ভাসে।
বাঁধে মন তোমার খেয়া ঘাটে-
আমার নায়ে উঠবে তুমি কবে?
হারাবে সবই তুমি আমার হবে।


চৈত্র গড়িয়ে বৈশাখ এল আজি
তোমার সকল শর্তে ছিলাম রাজি।
তবু অপেক্ষা, আক্ষেপ হলো নাকো-
মেঘ পেরিয়ে পড়ল কঠিন শিলা,
স্পর্শে তোমার সবই হল নীলা।


আঁধার গিয়ে আসলো নতুন আলো,
বৈশাখেতে লাগে সবই ভালো ।
তোমার আশায় স্বপ্নে সুধা জাগে-
লাল শাড়ী আর লাল কপালের টিপে,
বসবে তুমি আমার মনের দ্বীপে।


শত বৈশাখ থাকব বসে তোমায় পাব বলে ,
ঝড় ঝঞ্জা যতই আসুক যাবোনাতো চলে।
একদিন আমি পাবোই তোমার দেখা-
বুঝবে সেদিন আমার হৃদয় জানি,
খুলবে তোমার মনের দুয়ার খানি।