১৯৭১ সালে মুক্তি যুদ্ধ হয়
সে যুদ্ধে বাংলাদেশ করেছিল জয়।
সেই যুদ্ধে কত মানুষ শহিদ হয়
জীবন দিয়ে ছিল তারা দেশের বিনিময়।
তাদের  কথা মোদের আজো মনে হয়।
এদেশ জয় হয়েছে রক্তের বিনিময়।
রক্ত যদি না দিত এদেশকে কেরে নিত
কেরে নিত আমাদের বাংলা ভাষা।
পারেনি নিতে তারা যুদ্ধে হয়েছে হারা ।
মোদের মুখের ভাষা কেরে নেয়ার আশা হয়নি পূরণ আর।
রক্ত দিয় ছিনিয়ে নিয়েছি বাংলা আমার।