বিজয়ের মাস
কবি বিত্রিজ কইল (ছন্দ নাম)
বিজয়ের মাস ডিসেম্বরে
অম্বর কাননে ভাসছে হাসি
ওগো এ কিসের তরে প্রাণ খোলা হাসি!!!!
বাংলার সবুজ পরিবেশ মুখর
বাজায় তৃণ, অরণ্য বাঁশি
ওগো কিসের তরে এ প্রাণ জোড়ানো বাঁশি!!!
পাখিরাও গান করে!
কাবিতার আসরে কবিদের কবিতায় -শুণা যায়
আমার জন্মভূমি তোমায় ভালোবাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!!
উৎসব চারিদিকে!
দেশপ্রেম বুকে বুকে
কি যেন অনুভূতি ছুঁয়ে যায়, রেখেছে ঘিরে!
বিজয়ের এ মাস হাওয়া দিল করে ফাঁস
"১৬ই ডিসেম্বর বিজয় দিবস " এ স্মৃতি -
কোথায় যেন অম্লান কালিতে লেখা আছে স্বর্ণাক্ষরে!!!