এই শহরের লাল নীল আলোতে
আমি মানুষ পোড়ার গন্ধ পাই।
এই শহরে প্রতিনিয়ত দিনরাত
শুনি ধর্ষিত মা-বোনের আর্তনাদ।
এই শহরে মগজ খেকো মানুষের ভীড়
অকারণে প্রাণে-মৃত্যুর সংঘাত দিনরাত।
এই শহরে কোনো মানুষ থাকে না
এই শহরে জীবন নেই
এই শহর ডাইনোসরের আড্ডা
কোনো আলোকিত আলো নেই।


একদিন সবাই বিলুপ্ত হয়ে যাবে
নিজেরাই নিজেদের ধ্বংস করবে।
প্রাণগুলি করবে প্রাণের নাশ
হাইড্রোজেন বোমার ছড়াছড়িতে ছটফট করবে লাশ
পড়ে রবে ধ্বংসস্তূপ
গাছপালা সব হবে আবর্জনা
এই শহর হবে মৃত ব্যাকটেরিয়ার আস্তানা।