একদিন এই নাট্য মঞ্চ হতে ফিরে যাবো
নিঃস্ব নিথর হয়ে!
অস্থির আত্মা স্বেচ্ছায় ফিরবে নীড়ে
কৌটাটারেও পুঁতে ফেলা হবে আয়োজনে
মিথ্যা মায়াগুলোও সত্যি হবে কান্নার সুরে
তবুও কেউ কেউ রইবে তখনও নাট্যে আবিষ্ট
সব নাটকীয়তা ঘৃণা করে আমি হব অদৃষ্ট।
উপহাস করব ধিক্কার জানাবো সবাইকে।
আমি চিৎকার করে বলব আর আসবোনা এই মঞ্চে!
আমি কাঁদতে কাঁদতে আমায় ভাসিয়ে দেব
অন্ধকারে!
আমি ছেড়ে যাবো!আমি আর ফিরবো না!