ভালোবাসাকে মনে হয়, ভালোলাগে ভাবতে
পাশে টেনে ভালোবাসায় মিশতে
করে -ইচ্ছে!
ইচ্ছে নিচ্ছে টেনে সূর্যাস্তের
বিরহী গগণ প্রান্তে।
আমি নিলিমার বক্ষে মাখা দেখেছি স্বচক্ষে-
আদুরে আদুরে স্বপ্ন কিংবা ছন্দের অদ্ভুত প্রেম খচিত পাহাড়
আমি দেখেছিত নিবৃত অন্তরালে নীলিমা লাল-নিল শাড়ি গায় হাসছে, ভাসছে স্বপ্নীল কবুতর -
আমি বাইতে লেগেছিলামতো স্বানন্দে তায় কাব্যরসের দাঁড়।
আমি সূর্যাস্ত দেখেছি সূর্যোদয় দেখেছি ভালোবাসার বন্ধন ছিলো গাঢ়।
কি নিরন্তর মাধুর্যতা অন্তর গভীরে গ্রাহ্যতা, মমতায় মোহিত হাতে, প্রেমময় অন্তর
টেনে ধরলাম মনের কল্পে প্রেমের গল্পতে থাকা মোর প্রিয়তা কে...কিন্তু কি তা আর সম্ভব পাশে বসার... কল্প অসার
আমি সূর্য লাল হয় হেসে হেসে পড়তে দেখে অপলক নয়নে
ভারাক্রান্ত মন তবু হাসিতে বাধ্য হয়েছি তার মধুমাখা বধনে.গগণে..মিশিয়া রয়েছি সুখের তরে হাত পেতে।ভালোলাগে ভাবতে!!