স্পর্শ কাতরাতায় ভুগছি
সন্ধ্যা পেরিয়ে আন্ধায় ডুবছি
ভোরের সন্ধানে
গভীরতায় বিভোর হবার সম্ভাবনা বেশ
ফুলের ঘ্রানে মনের আবেশ
বাঁধার বন্ধনে।
রাতের ঘুম ঘোম হয়ে যায়
তুমি হীন একাকিত্বের ঘোর বিচরণে