কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?


এখন
স্নেহ-ভালোবাসা
নিকৃষ্ট ব্যবসা
নেতারা সব ভোট ভিক্ষায়
সাগ্রহে চুমু খায়
নগ্ন শিশুর মাথায়-গায়!
মায়ের আচল
টেনে মাথায়
-‘ভোট চাই! ভোট চাই!’
বলি-
“দুর্নীতির তৃষ্ণা ওষ্ঠাগতপ্রায়?”


কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?


ফেলানীরা আজ ধর্ষিত হয়
ঝুলে থাকে কাটাতারর বেড়ায়
পিশাচের মুখে নোংরা হাসি!
পা-চাটা বাঙ্গালী ভান করে
দাদা,কোথায়?কিচ্ছু তো হয় নি !!


মোর-
রক্তকনিকা ফুটতে থাকে
জ্বলে পুড়ে ভাঙ্গতে থাকে
বিদ্রোহী মন ফুঁসে চলে
যকৃতে সাইক্লয়েডের মিছিল ওঠে-
‘বিচার চাই! বিচার চাই!’


বলি-
“বিশ্বজিৎ,তুই কেমন আছিস ভাই?”


কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?