কবি ব্যক্তিমানুষের খোলসের চেয়ে
ঢের ভালো তার কবিতায়
মমতাময়ী প্রকৃতি, কখনো খোঁচা
আবার কখনো  
থিউরি নয় প্যাক্টিকালে স্বয়ং  শিক্ষক


কবি- সম্পাদকের যুগ্ম সত্তায় কিছুটা স্ববিরোধী
কিছুটা ব্যবসায়ী মনে কিছুটা অহংকারী
নিজের ছায়ায় অন্যের কলম অন্ধকার


সৎ বিশুদ্ধ খাঁটির দিন শেষে
এখন
পারফিউমের ওপর নির্ভরশীল কলমের ভবিষ্যৎ
কারণ বেকারের  চেয়ে  কবির সংখ্যা বেশি
আর দ্বিগুণ জ্ঞানধারী সমালোচক।