দানবীর উপমা  ব্যঙ্গতে তোমার নাম
কুন্তীর জারজ সন্তান
সমাজ সেদিনও করেনি সম্মান
তুমি শ্রেষ্ঠ তীর বিদ্যায়
জানতেন দ্রোণাচার্য কৃষ্ণ গুরু পরশুরাম
অর্জুনের মুখোমুখি যুদ্ধক্ষেত্রে
ইন্দ্রের কালঘাম,
সব জেনেই তো কবজ কুন্ডল দিয়েছিলে দান!
কর্ণ মানেই জারজ আর দ্রোপদীর অপমান!


তোমার নামে  সেঁটে দুর্যোধনের কুকীর্তি কলাপ
অন্যায় আবদার জেনেও ছাড়ো নি তার হাত
তুমি হাতিয়ার থেকে উন্নীত যখন বন্ধুত্বের শ্রেষ্ঠ উপহারে
অধর্ম ছলনা কূটনীতির বিপক্ষে গর্জে উঠেছিলে তুমি প্রথম
কৃষ্ণের পরামর্শ, সম্রাট, শ্রেষ্ঠবীরের উপাধি ও পরিবার  
আত্মপরিচয় সব মোহ ত্যাগ করে বন্ধুত্বের ঋন শোধে
মৃত্যুকে অনায়াসে করেছ আলিঙ্গন
সামাজিক সম্মান চিরকালের গর্ভে সেও তো মহান দান।


তোমার আদর্শ নীতি আত্মায় স্থির কেন্দ্রবিন্দু বন্ধুর বন্ধুত্বে
বৃত্তাকারের একপাশে
কর্ণ শ্রেষ্ঠ বীর, উদার ও ভদ্রোচিত ব্যবহারে নত শির
ভাগ্যের পরিহাসের চরম দৃষ্টান্তরূপে তুমি শ্রেষ্ঠ বন্ধু।


তাই তো বলতে পারি সবার সামনে দাঁড়িয়ে
কর্ণের মতো একটি বন্ধু চাই...
শুধু একটি বন্ধু চাই অনন্ত জীবনচক্রের বিনিময়ে।