পৃথিবী কক্ষপথে চলছে গতি মন্থর
শরীরের প্রাণবায়ু ভার বয়ে দিনের শেষে ক্লান্ত
নিঃসঙ্গতার চাদরে দিনের চাবুক
সূর্যের কমলায় শব্দেরা চাবুকে কালো-লাল


রাতে ভুলে যাওয়া পৃথিবীকে
ভূমিকম্পের দোলায় প্রতিবাদের আগ্নেয়গিরিতে
আকাশ বোধহয় তাকিয়ে দ্যাখে, মিটিমিটি হাসে;


চলন্ত বলেই পৃথিবীর অসুস্থতা
নিজস্বতা ব্যক্তিগত চাওয়া-পাওয়া থাকতে নেই!


পৃথিবীও সঙ্গম চায়, সম্ভোগে সবুজ কথা
নিজের যত্নে সুসন্তান কামনায়
আকাশে মুখ তুলে চাইলে কালো মেঘের বাহানায়
আর ঈশ্বর, জনতার জমায়িত ফাইলে হাতড়ে বেড়ায়।