আকাশে মুখ তুলে নিঃশ্বাস নিতে চেয়ে
নিজেকেই ফিরিয়ে দিলাম স্মৃতি ভরা গরাদ
গরাদ গরাদ মানসিক ঘূণেদের কিলিবিলি
                             দিনরাত রাতদিন
চিতায় শুয়ে শিশির নতুন সবুজ চেয়েছিলাম
সবুজের অবহেলায় অ্যাসিড বৃষ্টিতে গলছে
অবদমিত ইচ্ছের শেষ অবশিষ্ট...


হয়তো সেদিনই পুড়ে ছাই হয়েছিল আমার স্বপ্ন
                           বাবার শরীরের সঙ্গে
অশারিরীক বাবা রোজ কাঁদে, আমার স্বপ্নভঙ্গে।
পাশে থাকে সবাই, ঈশ্বরের হয়ে
রক্তাক্ত মন খোঁজে রক্ত মাংসের সহানুভূতিশীল মন
এগিয়ে আসবে সমস্ত বাঁধা পেছনে ঠেলে।।