বর্ষ শেষের সন্ধ্যের এক পশলা বৃষ্টি.......
মাটির সন্‌দা গন্ধ ...আর হিমেল পরশ....
দূর আকাশের মুষড়ে পড়া মেঘ....
উৎফুল্ল মাইকের আওয়াজ ,আর ঘুড়ির মত.... মন..
এ সবই এখন সমার্থক |
দুখ গ্লানি ভয় সবই আজ,,,,,
উড়িয়ে নিয়ে যাছে দূর আকাশের অন্তরালে.
উৎসব প্রিয় বাঙালি মন বিলিএ দিছে নিজেকে নিউ মার্কেট,,,,
আর পার্ক স্ট্রিটের কালো রাস্তার গলির কোনে.
স্টেশন এর খোলা চেয়ার গুলো আজ আলাপ করার নতুন বন্ধু পেয়েছে।
পরিত্যক্ত পার্ক এর বেরঙ্গিন ফোয়ারা টা পূর্ণতা পাচ্ছে নতুন লোকের সঙ্গ পেয়ে.
দেখো .......গঙ্গার ধার টা,,,, খালি নেই একদম.
নতুন প্রেমিক প্রেমিকার আলিঙ্গনে মুখ লুকিয়েছে ভাগীরথী.
কত কবিতা ,,,কত কথা,,,, হারিয়ে ফেলছে তারা মুহূর্তের ,,,,হৃদয় স্পর্শে.
চৌরাস্তার মোড় টা.... কেমন যেন অদ্ভুত সেজেছে আলোর শাড়ি পরে।
নতুন হিন্দি গানের দামাল নৃত্ত...টেক্কা দিছে ঝলমলে আলোক পুঞ্জের রোশনাই কে।
উঠতি যুবক আর অত্যাধুনিক ... যুবতি পসার বাড়াচ্ছে লাল জল ব্যবসায়ী দের।
সর্বহার দেবদাস... আর উদ্ভ্রান্ত পথিক আছাড় খাচ্ছে মাটিতে।
নেশা মেখেছে তারা আঙ্গুলের ডগায় ...,ঘরে রাখা টেবিলের চিঠির পাতাতে ...।।
আর পাথুরে রাস্তার শুকনো গোলাপ গাছটা তে....।।
মুছে যাবে সব কিছু হইত রাত্রি শেষে...  আসবে নতুন ভোর...।
দিগন্ত রেখা চুম্বিত করবে নতুন সূর্য...।
পুরনোর তিক্ত স্মৃতি আর ব্যর্থতা মুছে দেবে আমঘ হীন নির্মল সকাল...।
নতুন বছর সেজে উঠবে...প্রেম ভালবাসা আর উন্নতি তে...।
ভালো হোক শুভ হোক প্রতিটি খন প্রতিটি মুহূর্ত নতুন বছরের লালিত্যে...।