ভিনদেশি কন্যা, তোমার খোঁজে বাস্তবতায় নাহোক,
কল্পরাজ্যে পাড়ি দিতে পারি দূরের মহাদেশ,
যেতে পারি যেখানে খুশি, খুব সহজে।


তোমার শহর, ঘর, আর অচেনা নয়,
পদচারণরত খোলা রাস্তা, রেস্তোরাঁ,
শপিং মল কিংবা সবুজ পত্রপল্লব ঘেরা উদ্যান।


এখন আর তোমার খোঁজে যেতে লাগেনা,
নিয়মের তোয়াক্কা করা ভিসা, পাসপোর্টের-
ঠুনকো ক'টুকরো রঙিন কাগজ!
স্যাটেলাইটের জালে তুমি - আমি যে একই সূতায় গাঁথা।


ভিনদেশি কন্যা, নাহ্! তা তুমি নও!
এখন যে সর্বত্র আমার বাধাহীন বসবাস!


###♣♣###
রচনাকাল - ১৯ জুন, ২০১৪
সকাল