মহা আজব বিশ্ব মঞ্চে
ঘটছে নানান ঘটনা
হয়তো কিছু সত্য বটে
বাকি কিছু রটনা।


বিশাল বড় বিশ্ব মঞ্চের
শাসক একজন আল্লাহ্
সাথে থাকেন ফেরেস্তাগন
যেনো মাঝি মাল্লা।


দক্ষ হাতে মহাবিশ্ব
করছেন তিনি শাসন
সবার কাছেই সমান তিনি
করেন না তাই শোষন।


মানুষ নামে আমরা অধম
সবাই তাহার বান্দা
ভাল-মন্দের নিবেন হিসেব
ছাড়ুন মন্দ ধান্দা।


দুনিয়ার সব হানাহানি
চলুন সবাই ছাড়ি
এই দুনিয়া নয়তো মোদের
মাটিই আসল বাড়ী।


প্রাসাদ সম বাড়ী তোমার
দামি দামি গাড়ী
মাটির ঘরে যাবে যখন
যাবি সবই ছাড়ি।


ব্যাংক লকারে লক্ষ কোটি
সিন্দুক রাখছো ভরে
পরানপঙ্খী উড়ে গেলে
এসব খাবে পরে।


যাদের জন্য মন্দ হলে
কাঁদবে তারা দু’দিন
মনে মনে সবাই খুশি
আসছে তাদের সুদিন।  


অসৎ টাকায় ভরছো পকেট
করছো লক্ষ পাপ
এসব পাপ’ই হবে একদিন
বিষাক্ত সব সাপ।


সময় থাকতে মানুষ তোমরা
আসল সত্য জানো
উপরওয়ালার বিধি-বিধান
সারা জীবন মানো।।


অসৎ পথে অট্টালিকা
কিনতে পারবে তুমি
জীবন প্রদীপ নিভলে পাবে
সাড়ে তিন হাত ভূমি।।
……………………………………..
স্বপ্নবাজ
১১ ও ২০’ জানুয়ারী-২০১৩ইং