**ইহা ছেলেমানুষি কাব্য, নিজ দায়িত্বে পড়বেন মহামান্য কবিগন।


হারিয়ে যাওয়া বন্ধুরা সব
কোথায় কেবা আজ
একটু ফিরে আয়না তোরা
সাজবো রঙীন সাজ।


সবাই মিলে কাটবো সাঁতার
ভরা গাঙের জলে
ভালো কিম্বা মন্দ কথা
বলুক যে যা বলে।


হা ডু ডু আর কানামাছি
খেলবো সবাই মিলে
খেলা শেষে করবো গোসল
সেই সে বিশাল ঝিলে।


দস্যিপনায় মেতে খাবো
আম জাম সব ফল
সব খাওয়া শেষ হলে পরে
খাবো ডাবের জল।


দলবেঁধে চল আম কুঁড়াবো
ঝড়ের রাতের শেষে
ঝোলা ভরে আম নিয়ে চল
ফিরবো বীরের বেশে।


চলনা আবার লিখবো চিঠি
সেই সে আগের মতো
মনে পরে চিঠি দিয়ে
খেয়েছি মার কতো।


মলি, জলি, ঝর্ণা ছিলো
সুন্দর মুখের মায়া
সুন্দর মুখটা দেখতাম তবে-
মায়া কিন্তু কায়া।


কৈশরের সব বন্ধু তোরা
একবার ফিরে আয়
সেই সুদিনে যাবো একবার
বেলা বয়ে যায়।


স্মৃতির ভেলায় ভাসবো মোরা
রঙীন পাল উড়িয়ে
দুঃখ সুখের বলবো কথা
মন যাবে জুড়িয়ে।


ছোট্ট বেলার খেলার সাথি
আয়রে ফিরে আয়
স্মৃতির ভেলা বাঁধা ঘাটে
পাল তুলে ঐ যায়।
………………………………………………………..
স্বপ্নবাজ (এম আর মিঠু)
৮’মার্চ-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।