সকালবেলা ঘুম ভাঙিয়ে আসে না তোর ফোন
তিনমহলা শরীর ছেড়ে, এখন ঈশান কোণে মন
এখন যখন ঝড়ঝাপটা, কেবল একটা আমি
পেছন ফিরে দেখাটা তাই আজকে ভীষণ দামি
শেষ কবে তুই বললি যেন "দেরি হচ্ছে ওঠ"
ভাবতে গেলে অসাড় শরীর কামড়ে ধরে ঠোঁট
দেখা হয়নি বেশকটা দিন, নিদেনপক্ষে ছ মাস
ছন্দ ছেড়ে নিবের ডগায় এখন দ্বন্দ্ব সমাস
মনশরীরে গজিয়ে উঠছে স্মৃতির মহীরুহ
আমার মাঝেই বাড়ছে ওরা, হয়নি করা দাহ
বেশ তো ছিলাম একটু অভাব একটু সাদামাটা
আজকে বড়ই স্থবির লাগে সময়ঘড়ির কাঁটা
তুই থাকলে শাওন মাসেও সন্ধ্যে নামে ফাগুন
মন মিশেছে মনসায়রে, চিতায় যেমন আগুন
বলতে পারিস কেমনে ভোলায় ওই দুহাতের ছোঁয়া?
চোখরাঙানো, খুনসুটি আর একজীবনের পাওয়া
শিরায় শিরায় নিশুত রাতে মুহূর্তদের হানা
মনশ্মশানে ক্লেশের জোয়ার, উপচে পড়া মানা
মরা আলোয় ম্রিয়মাণ সব, অতীতটা খুব স্পষ্ট
ঘুম না আসার রাতগুলোতে, এখন আদর করে কষ্ট
চলতি পথে হলকা হাওয়ায় কান্না আসে চোখে
নোনতা জলে সিক্ত হয়ে মরচে ধরে বুকে
নিথর দেহে তিমির রাতে স্মৃতির ডুবসাঁতার
ক্লিন্ন মনে পান করে যায় অথৈ অন্ধকার
বিনিদ্র রাত, প্রহর শেষে অনুরণনে তুই
অভিমানিনী...এখন তোকে শব্দ দিয়ে ছুঁই
আশায় আছি হয়তো কোনো অসম্ভবের দিনে
ভাটার টানে ফিরবি ঠিকই, এই বাউন্ডুলে মনে