আমার অস্তিত্ব অদৃশ্য,
তবুও একটু খানি জল আমার তৃষ্ণিত প্রাণের প্রার্থনা।
কামনা আমার একটি গোলাপ সুবাসে ভরা,
স্পর্শ করে পেতে চাই দূর গগনের জ্বলজ্বলে তারা।।


শুধু কারো গানে গানে ভরে নেঁচে উঠুক বুকের একটি পাশ,
আমার একাকীত্বের আঁধার রাত্রি প্রহরে কেউ সঙ্গী হোক জেগে থাকার।
ওই সাত রঙের রংধনুটা বৃষ্টিস্নাত মনের আকাশের বুকে উঁকি দিয়ে যাক,
আমার চাওয়া কে মূল্য দিতে কেউ একজন ছুঁটে আসুক শিশির সিক্ত ক্ষণে।।


আমার পৃথিবীর পুরোটা জুড়ে একটি জোনাকির আলো জেগে উঠুক,
বাতাসে বাতাসে না হয় ছড়িয়ে যাক কারো ভাসিয়ে দেয়া চুম্বন।
শুধু নিজের অনুভূতিগুলোকে বাঁচিয়ে রাখার তাগিদে একটিবার কেউ চিমটি কাঁটুক,
আমার মৃতদের মত ঘুমটা কিছুটা অগভীর হয়ে যাক কারো স্বপ্নে।।


কারো একটি মাত্র আহ্লাদি বাক্য কেঁড়ে নিক আমার সব জড়তা,
আমার জোড়া চোখ পানে কেউ একটিবার তাকিয়ে কিছু বলুক।
আহা কতদিন হলো কারো হাসি আমায় মোহিত করেনা,
একবার না হয় কেউ আমার জন্য হাসুক একবার না হয় কেউ আমায় ভালোবাসুক।।


০৮-১২-২০১৬