আজি এ সোবহে সাদিক চলে যায়,
হলোনা ফযর তোমার ঘুমের হেলায়।
জবাবে কি বলিবে তপ্ত মাঠে বিচার দিনে,
প্রভাতের শীতলতা পাবেনাকো ফযর বিনে।।


যায় চলে ওই যোহর তোমার কাজের মাঝে আজ,
সেদিন তোমার উপায় কি'গো কোথায় পাবে তাজ?।
এ যোহর হবে তোমার সেদিনের মেঘ ছায়া আরশ খোদার,
করোনা হেলা আজিকে যোহর যৌবন পাবে সেদিন আবার।।


দেখো শুনে ওই মিনারে ডাকে সময় আছর বয়ে চলে,
কেন ভয় জাগেনা প্রাণে তোমার প্রেম জাগেনা দিলে?।
সেদিনের সেই কঠিন দিনে রবেনা সঙ্গী তোমার,
আছর তবে নাও করে পূজি শান্ত স্পর্শ সেদিন পাবার।।


ওই দেখ ওই সূর্য ডুবে দিনের বেলা শেষে,
মাগরিব তোমায় ডাকে বন্ধু তোমার দুয়ারে এসে।
আঁধার যেদিন আসবে তোমার জীবন পথে নামি,
বুঝবে সেদিন মাগরিব এই কত মহান কত দামী।।


এবার তোমায় শেষ খেয়াতে ডাকে এশা মাঝি,
ফিরে এসো ক্ষমিবে গফুর এশার দাবীতে আজি।
এই সব খেলা হবে'গো শেষ মরণ যবে আসবে যাবে করব দেশ,
সেদিন তোমার হারাবে সব আজকে যা বন্ধু বেশ।।


জোগাড় করো পারের কড়ি না হতে সময় শেষ ওরে,
শান্তি তোমার দু'জাহানের এই নামায দিতে পারে।
এই কোর-আন দিতে পারে এই ইসলাম দিতে পারে,
স্মরণ করো প্রতিক্ষণে সেই আল্লারে সেই এক প্রভুরে।।


১২-০১-২০১৭