জেগে থাকি নিকষ ওই আঁধারের সাথে,
কত যে স্মৃতি ভীর করে মোর আঙিনাতে।
সেই কবে যেন উষ্ণ পরশে ছিল প্রাণে শিহরণ,
সময়ের পাকে বদলে গেছে ভেঙ্গে যাওয়া এই মন।।


দিন থেকে দিন হয়েছে মলিন হারিয়ে ছন্দ সুর,
সুখের সেই প্রতিক্ষণগুলো হারিয়েছে বহুদূর।
কতনা উচ্ছাস আর উন্মাদনায় কেটে যেত দিন,
ব্যথায় আজ সব হারিয়ে গেছে হয়েছে রংহীন।।


ফুলের আত্ম বিসর্জনে সুভাষিত থাকতো প্রাণ,
সেইখানে শুধু পোড়া গন্ধ যেন তা আজ শশ্মান।
কোথায় হারালো নীলসাগরের সেই সব কত ঢেউ,
নির্জনতা মনের ঘরে নেই সেথা আজ কেউ।।


২৩-১০-২০১৫