আমার নিদ্রাজড়িত শয়ন এক অন্তিমকাল অবধি যা চিরনিদ্রা,
ছোট্ট একটি পৃথিবী আমার শুধু আধারের ঠাঁই যার জুড়ে সবটা।
পরিচিত মাঠ ঘাট পথ আজ অচেনা হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণে,
সূর্যের আলো আমি দেখিনা রূপালী চাঁদের আলোও ভুলে গেছি।।


কেন ছাড়তে হলো মোর সোহাগ মাখা ধরণী, ফুল ও আকাশ?,
কেন এতটা সংকীর্ণ তুচ্ছ ছোট্ট ঘরে আজ আমার বসবাস?।
এ কোথায় ফেলে গেছ তোমরা হয়েও আমার প্রিয় বন্ধু আপনজন,
যেখানে আমি শুধু কেঁদে যাই পাইনা তবুও দেখিতে কারো বদন।।


আমি ছুটে যেতে চাই পত্র পল্লবে ঘেরা পৃথিবীর বুকে খোলা আকাশের নিচে,
কিন্তু আমি পারিনা মহাকালের অপেক্ষাই শুধু যেতে হয় রচে।
আমার আনন্দের খেলা এখনো শেষ হয়নি বাকি আজও সব,
তবু শত চেষ্টায়ও পারছিনা এথায় যে নাই সঙ্গীর অবয়ব।।


একবারও ভাবলেনা কতটা কষ্ট হয় আমার এই অন্ধকার ঘরে?,
থামাও তোমাদের মিছে মায়ার অদ্ভূত কান্নার ছল,
বড্ড তৃষ্ণাতুর কন্ঠে ঢেলে দাও একফোটা জল।
বুঝতে কি পাওনা এই চাপা মাটির দেয়াল কতটা কষ্ট দিচ্ছে আমায়...?


পাখির কলতান বৃষ্টির ঝুমঝুম গান আমি শুনতে চাই,
এখানে যে বড় অভাব স্বাধীনতার খোলা ওই আকাশটাও যে নাই।
আমার বিশ্বাসের সবটা জুড়ে আজ শুধু হতাশাই বিড়াজিত,
মৃত্যু নামক সত্যের কাছে সব স্বপ্ন আজ পরাজিত।।


দয়া করে একটিবার কেন নাওনা আমায় বুকে টেনে...?
জান আজ খুব ইচ্ছে জেগেছে ও পাড়ার যাত্রাপালা শুনিতে,
এখানেতো কোন সুর নেই প্রেমের বাঁধন বাঁধিতে।
কোথায় আজ তোমরা রেখেছ এত ভালবাসা যা ছিল শুধুই আমায় ঘিরে...?।।


২৪-১২-২০১৫