হাতদু'টি শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে,
সব ক্লান্তি মুছে নিতে যদি হাত ছেড়ে দিতে হয়।
'পাশে রবো' বলে তবে কথা দিওনা।।


বাজ ভাঙ্গা গলার বেসুরো গানকে ভেবে অমিয় সুধা,
প্রতিবার শুনতে শুনতে যদি বিরক্ত হয়ে থামতে বলো।
'প্রাণের মাঝে প্রেমময় সুর বাজে' তবে এই মিথ্যে বলোনা।।


পূর্ণিমা রাতে পাশাপাশি বসেও চাঁদকে না দেখে,
যদি অপলক তাকিয়ে থাক মম বদনে দৃষ্টি নিবদ্ধ করে।
হঠাৎ যদি কখনো বলো 'বিচ্ছিরি আর দেখবোনা',
তবে 'ঘর বেঁধে আজীবন থাকবো বুকে' কথা দিওনা।।


বর্ষার রিমঝিম শব্দ না শুনেও যদি গভীর রাতে ঘুম ভাঙ্গে,
অতঃপর বোধ পেলে জলের ধারা ঝরছে ভাঙ্গা চলা বেয়ে।
আর তখনই একা ফেলে যদি চলেই যেতে হয় তবে কাছে এসোনা।।


সাঁজার বায়নাকে যদি অলংকারে না দিয়ে,
পুষিয়ে দেই হাট থেকে আনা বেনারসি, মালা আর কাঁচের চুড়িতে।
সন্ধ্যা হতেই যদি বনলতা সাঁজ তুচ্ছ করে শহুড়ে হতে চাও,
তবে 'আমার কুটিরের রাণী হয়েই রবে' বলে পণ করোনা।।


স্বপ্ন দেখানোর অভিপ্রায় নিয়ে এসে যদি চলে যাও,
স্বর্গ সূখ ধরার ইচ্ছাকে স্তব্ধ করে যদি হারিয়ে যাও,
তবে মোরে ভালবেসোনা তবে কথা দিওনা।।


০৪-০৩-২০১৫