তাহারেই আমি বাসিবো ভালো,
অতি গোপনে পাইবো কাছে।
স্বপনে তাহারে বাঁধনে বাঁধিবো,
রাখিবো শুধু এ-হৃদয় মাঝে।।


কখনোই মোরে ছুঁইবেনা বিরহের দাগ,
কাহাকেও দেবোনা তার প্রেম হর্ষের ভাগ।
বাজিবে তাহার সুর সে মধুর সদা এই মম প্রানে,
ভরায়ে রাখিবো আত্ম মহল শুধুই তাহারো গানে।।


চঁন্দ্রিমা রাতে রচিব কাব্য চাহিয়া শুধুই তার পানে,
আঁধার রজনী জাগিয়া কাটাব তার সোহাগের শিহরণে।
ওই তার হাতে রাখিব দু'হাত হাঁটিয়া চলিব দূর দিকে,
পথের শিয়রে পথ ভুল করে রাখিবো দু'চোখ তার চোখে।।


প্রাতে কুড়ায়ে শিউলি বকুল ঢালিয়া দেবো আঁচলে তার,
শরৎ আকাশের নীল দেবো তারে গলেতে বাঁধিবো চন্দ্রহার।
বর্ষা দিবসে ভিজবো দু'জন কদম করিবো উপহার,
শিশির ঘাসে হাঁটবো মোরা বিজনে গড়িবো সংসার।।


০৩-০৪-২০১৬