ডেকে যাই আমি ডেকে যাই বারেবার,
নেই কোন সাড়া তোমার।
একটু সময় হবে কি প্রশ্নাতুর চোখে তাকাই,
তুমি জড় হয়ে স্থির থাকো কোন সাড়া নাই।।


ফুলের গন্ধে মোহিত হই ফুলটা এগিয়ে দেই,
তোমার কোন আকুলতা নেই।
বিকেলে জানালার পাশে দাঁড়িয়ে আছ দেখে,
হালকা হাওয়ায় তোমার উড়ন্ত চুল ছুঁতে চাই।
তুমি ওই দূর হতে পেছনে দৃষ্টি ফেরাও না,
তোমার গন্ধময় চুলগুলো ঢেকে নাও আঁচলে।।


বড্ড তৃষ্ণায় ক্লান্তি নিয়ে ঘরে ফিরি ধপাস করে বসি,
তুমি গ্লাসে করে জল এগিয়ে দেওনা দেখিনা মুখে মৃদু হাসি।।


চাঁদ উঠে মেঘহীন আকাশের নীলচে বুকে,
মায়ার জোছনা ছড়ায় চারিদিকে।
একটু ভিন্ন গল্পের সূচনা করতে চাই,
তোমার চোখ বলে জেগে থাকার সাধ্যি নাই।।


রক্ত রাঙা জবা নিয়ে আসি খোপায় গাঁথব বলে,
অবাক হয়ে দেখি কাপড় জড়ানো তখন ভেজা চুলে।
ভোরের হালকা আলোকরশ্মিতে,
চায়ের কাপে চুমুক দেই তাকাই তোমার দিকে।
কপালের নীল টিপের দাগটাও মুছে দিচ্ছ,
সৌন্দর্যহীন হতে প্রাতেই প্রস্তুতি নিচ্ছ।।


অবকাশ পেলে নদীর চর জাগা বুকে কাঁশফুল দেখতে যাব,
কথাটা শোন তবে নিগ্রহের পাল্লা ভারি করো কি সেথায় পাব?।।


১২-৬-২০১৬