আঁচল বিছায়ে দাওগো তোমার বটবৃক্ষের ছায়,
আঁচল বিছায়ে দাওগো আমি একটু নেই ঠাঁয়।
বড্ড ক্লান্তি লাগে মোর দেহে আসে অবসাদ,
দখিনা হাওয়া লাগিয়ে গায় নেইগো শীতল স্বাদ।।


তোমার ওই নরম হাতে আদর করে দাও মোরে আদর করে দাও,
বড্ড অবহেলায় রুক্ষ হয়েছে মোর গাও।
দাওগো তুমি তরল সুধা দাওগো ঢেলে দাও,
বড্ড তৃষ্ণায় প্রাণ টুটেগো মোরে শান্ত করে যাও।।


আমার তরে পথের ধারে ফোটা ফুল নিয়ে এসো,
পাগলিনী হয়ে তুমি শুধু মোরেই ভালবাসো মোর কাছেই ছুটে আসো।
তোমার ওই কাজল কালো চোখের স্বপন মোরে করো দান,
প্রেমের বাঁধনে মন বেঁধেগো করো মোরে অম্লান।।


তোমার ওই নিকষিত কেশের খোঁপা খুলে দাও,
এলো চুলের গন্ধ পরশ শুধু আমায় দিয়ে যাও।
মিষ্টি সুরে শোনাও মোরে প্রেমের মধুময় গীত,
'ছোট্ট সোনা ঘুমাও' বলো না এলে মোর নিদ।।


ঠান্ডা আলো মধ্য রাতে ছড়ালে ওই চাঁদ,
মাথা রেখো আমার কোলে হাতে রেখো হাত দেখো ওই চাঁদ।
যবে আধার নেমে আবে অমাবস্যা হবে তারা না রবে,
আমি ভয়ে থরথর হলে তুমি দিও বলে 'আমিতো আছি কিছু নাহি হবে'।।


আলোর দেবতা উঠারও আগে দাও মোরে
জাগিয়ে কপালে ঠোঁট এঁকে,
তারপর চুপিসারে মুক্ত মাঠের পরে হাঁটবো দু'জন
যেথা শিশির ঝরে অজানা দিকে।
কত স্বপ্নগো আমি দেখি তবু পাইনা তোমার দেখা,
ওগো নির্ঝর তোমার অপেক্ষায় গুনবো প্রহর
রবো কতকাল একা।।


(নির্ঝর আমার কল্পিত চরিত্রের নাম
বাস্তবে এখনও তার অস্তিত্ব হয়ে উঠেনি)


১৮-০৮-২০১৬