আমি স্বাগত জানাই শুভেচ্ছা দূত হয়ে,
ফুলের পাপড়ি ছিটিয়ে দেই আগমনী গান গেয়ে।
মালা আর ফুলের তোড়া বাড়িয়ে দেই সম্মুখে,
আবার আগমনে আপ্লুত হয়ে কবিতা রচি বক্তৃতা দেই।।


আমার পা দু'টোকে হাত দু'টোকে অনেক আগেই,
রোবটের মত হুকুমের গোলাম করেছি তোমার।
শুধু চোখ দু'টো আমার নিয়ন্ত্রণহীন তার আপনমতো,
তবে আর ভুলে ভুলের পথে নেই অশ্রুপাতের জন্যই উপযুক্ত।।


ভেবোনা তোমার প্রতি শ্রদ্ধা নেই বলে চোখ দু'টো অবাধ্য,
শুধু শ্রদ্ধা নয় অসীম অনন্ত প্রেম আগের মতই বহন করে।
তবে কি জানো চোখ দু'টো আগের মত শান্তি পায়না,
চোখ দু'টোর এখন আর না বলা কথা বোঝার, স্পর্শ পাবার ক্ষমতা নেই।।


কেমন জানি কাঁচের দলার মত হয়ে গেছে জল ঝরানো ছাড়া,
কিছুই পারেনা আর ঘুমও কিন্তু নেই সে নিদ্রাহারা।
তবে চোখের শক্তি বড্ড শক্ত ও নির্ভুল,
পুঙ্খানুপুঙ্খভাবে পুরনো রঙ্গিন স্বপ্নগুলো আজও দেখতে পায়।।


চোখের চাওয়া সব থেকে বড় ছিল শুধু তোমাকে দেখার,
দেহের অন্য অঙ্গগুলির ইচ্ছা বাজে ছিল তা নয় কিন্তু।
তবে চোখের মত আর এতটা স্বপ্নতো দেওনি তুমি,
তাই ওরা অনেক আগেই মরে গেছে তুমি চলে যাবার পর।।


তবে মরে গিয়েও ওরা স্বাধীনতা পায়নি,
পেয়েছে আবদ্ধতা তবে কাজও ওদের সতন্ত্র।
ওরাওতো চোখের স্পর্শে ছিল তাই ওদেরও এই,
একটি মহৎকর্ম আছে তোমার বর্তমান স্বপ্নে ফুলেল শুভেচ্ছা দেয়া।।


২৪-০৮-২০১৬