ফাগুন এলো ফুলে ফুলে,
পাখির গানে ডালে ডালে।
ফুঁটলো জবা সাঁজলো ফিঙে,
শিমুল হেনার রঙে রঙে।।


আমের বোলে গন্ধ ছড়ে,
মৌ ছুটে যায় মধুর তরে।
নাঁচে শালিখ দোয়েল শিসে,
মন হারালো কোন আবেশে।।


এথায় সেথায় সারাবেলা,
গোলাপ কলির সুভাষ মেলা।
খোকা খুকি আয় করবো খেলা,
ফুল কুড়িয়ে গাঁথবো মালা।।
(শিশুতোষ ছড়া)


১৭-১২-২০১৬