আহা!
একবার যদি বলতে হেসে,
ঐ রোদ এনে দিতাম।
ঐ লাল এনে দিতাম,
আলো আর লালে চরণ রাঙাতাম।।


যদি হাত বাড়িয়ে দিতে,
দাঁড়িয়ে যেতাম পথে।
ঐ আঁখি পানে চেতাম,
ঐ মিষ্টি হাসি ছুঁতাম।।


আহা!
একবার যদি বাসতে ভালো,
আমিও তবে হতাম রাঁধার কালো।
তোমার প্রেমে নব রূপে জীবন সাঁজাতাম,
তোমার প্রেমে সাহারাতে বৃষ্টি ঝরাতাম।।


১৯-০২-২০১৭