প্রভূ নেই কোন আর আল্লাহ্ ছাড়া,
চিরজীবী চিরস্থায়ী তিনি ধারক সকল ধরা।
তন্দ্রা নিদ্রা কিছু তারে নাহি ছোঁয়,
জমিন ও আসমানে যাহা সবই তার হয়।।


কে এমন আছে যিনি,
করিবে সুপারিশ তার অনুমতি বিনে।
সবই জানেন তিনি,
যা রয়েছে সম্মুখে আর পিছনে।।


করিতে পারেনা কেহ কিছু অধিকার,
অতিব ক্ষুদ্র সম জ্ঞান হতে তার।
ততটুকুই পারে সবে লভিতে জ্ঞান,
আপন মর্জি যারে যতটুকু দেন।।


রয়েছে তার আসন আসমান জমিন জুড়ি,
নাহি কষ্ট কিছু তার রাখিতে সকল ধারণ করি।
তুলনায় তার তুচ্ছ সকল প্রাণ,
তিনি সুউচ্চ তিনিই মহান।।


০৭-০৩-২০১৭


(সূত্রঃ আল-কুরআন, সুরা বাক্বরা, আয়াতঃ ২৫৫)