হে নিঝুম আঁধারের নিরবতা,
আমাকে সঙ্গী করে নাও তোমার।
অস্তিত্বে নাহয় দাও তোমার অন্ধত্বের পূর্ণতা,
তবুও কেড়ে নাও হৃদয়ের ব্যর্থতা শূণ্যতা।।


এই নিরব বিবর্তনের সংস্কার আমি চাইনা,
মিথ্যেবাদীর মিথ্যে কথামালা।
বড্ড লোভের গোপন প্রণয়,
এসব ফাঁকিবাজি মুছে যাক পৃথিবীর বুক থেকে।।


দূরে সরে যাক ধ্বংসের পত্র,
কিছু আবেগের কথায় কেন গলে যায়?।
তারপর ভালোবাসার নামে ভোগের দ্বার উন্মোচন করে,
কেড়ে নেয় সবটা ক্ষুদাতুর নেশাগ্রস্ত হায়েনার মত।।


রঙিন স্বপ্নের লোভে করে মোহিত,
প্রকৃত স্বপ্নের মেরুদন্ড ভেঙ্গে করে দেউলিয়া।
আপন হীনতার স্বরচিত কর্মের পাপে,
দন্ডিত করে নিরীহ প্রাণের অবলাকে।।


দু'চোখে মায়ার জালবুনে দেয় মিথ্যেবাদীরা,
তার পর চোখের পাতায় জলের বাদল আনে।
চিরজীবনের নামে হাত ধরার কথা বলে,
নিষ্ঠুরভাবে লাথি দিয়ে ফেলে দেয় গভীর উপত্যকায়।।


আর নয়!
এবার নেমে আসুক স্রোতধারার মত,
শান্ত হোক উত্তপ্ত প্রশস্ত বুকখানি।
আবার খুঁজে পেতে চাই,
মিথ্যাজ্ঞানহীন, অর্থ বা দেহলোভহীন ভালোবাসা।।


২০-০৯-২০১৬