ওগো মোর স্বপনে তুমি এসোনা,
মোর পানে চেয়ে চেয়ে মৃদু হেসোনা।
খানিক বাদেই হারাবে চাঁদ আসিবে প্রভাত,
এভাবে এসোনা যাতে না পারি ছুঁতে হাত।।


ওই কুড়ানো ফুলের মালা হয়ে যায় নিষ্প্রাণ,
তোমারে পরাবো বলে আনা রং হয় মহাশ্মশান।
চোখেরও কালো তারা হারায় তার ফুল,
এসো এসো করোনা'কো দেরি করোনা'কো ভুল।।


তুমি শেষকালে কেন বলো দিতে চাও দেখা,
করে মোরে অশান্তের সময়ে নিথর নিরব একা।
এসো ওগো সময়ের খাতায় দিয়ে চির সমাপ্তি,
অল্পে ভরিবেনা প্রাণ চাই তোমায় চিরতরে তবে মিটিবে প্রাপ্তি।।


২৬-০৯-২০১৬