কে'গো তুমি বলো?
নূপুর পায়ে চলো।
জল ভেজানো সুরে,
মাতাল করো মোরে।।


হরিণীর কালো চোখ ছলে,
হাওয়ায় কৃষ্ণ চুল দোলে।
ভ্রমর নাঁচে তোমায় ঘিরে,
তাকাও ফিরে বারে বারে।।


আমিতো আর আমিতে নেই,
যেন তোমারই মাঝে পাই স্বর্গকেই।
তোমার আঁচল ছায়া লোভি,
রিক্ত আমি তোমাতেই পাই সবই।।


তুমি কি চাঁদ নাকি ফুল?
চাতক আমি দর্শনে তোমার সব হয় ভুল।
না দিলে প্রেম এসেছ তবে কেন এই মর্তে?
দেখিতে দেখিতে তোমার বদন বাঁচিব এই শর্তে।।


এ চৈত্রবেলায় ফিরিছে পাখি নীড়ে,
কালো সন্ধ্যা নামে ওই আকাশ ঘিরে।
পথের শিয়রে কত ফুল ফোঁটে,
তোমার সুগন্ধে সে সুভাষ যায় মিটে।।


এই অবেলায় কোন পথে যাও?
নাও মোরে সঙ্গী করে নাও।
একবার শুধু নয়ন ছুঁয়ে বলো ভালোবাসি,
একজনম নয় লক্ষ জনম রবো পাশাপাশি।।


১০-৯-২০১৬