রসে ভরা টই-টম্বুর কোন গল্প নেই আমার,
কবিতার আধখানি পঙতিমালা আছে।
মখমলি চাঁদরের কোন ওম নেই আমার কাছে,
ছেঁড়া কাঁথার জড়ানো তীব্রতর আঁদর আছে।।


রঙিন খামে ভরা কোন চিঠি নেই আমার,
হোল পাতার গায়ে আনাড়ি আঁকি-বুকি আছে।
যদি চাও তবে হেমন্ত বসন্ত দিনগুনে নয়,
চিরকালের সঞ্জীবনী প্রেম ঢেলে দিবো।।


সাগর পাড়ের ওই বিলাসী হাওয়া সময় করে ছুঁতে নয়,
পদ্ম ফোঁটা বিলের জলঘেষা ধারে ঘর বাঁধবো।
যদি চাও তবে বিদঘুটে আঁধারেও চাঁদকে নিমন্ত্রণ
করে আনবো, এক জনম নয় অপেক্ষার ক্লান্তি
ঝেড়ে শত জনম তোমারই রবো।।


০৫-০৪-১৭