তোমার সেই লজ্জায় আনত চোখ দু'টোয় হয়তবা অন্যকারো অপেক্ষায়,
প্রহর গুনতে গুনতে কখনো কখনো জল ঝরে।
মিষ্টি সেই কণ্ঠে হয়ত আজও প্রতিধ্বনিত হয় কুকিলের মধুময় সুর,
হয়ত অন্যকারো জন্য গল্পের সীমাহীন পটে অথবা গানে।।


সেই মুখ খানি আজও পূর্ণ আভাতে দীপ্তি ছড়ায়,
হয়তবা অন্যকারো দৃষ্টি জুড়ায় বসন্ত বেলায়।
নরম ছোঁয়ায় জানি কারো নিদ গড়ে ভাঙ্গে সেই কোমল হাতে,
উষ্ণ স্পর্শে কারো আলিঙ্গনে মাখো পাজরের নীল।।


আমি অনেক দূরের সেই শতবর্ষের পুরণো নক্ষত্রের মত,
জ্বলেই যাচ্ছি তবে ভিন্ন আবেগের পসরা সাঁজিয়ে নিশিতে।
ব্যথায় মুমূর্ষু হয়ে ঝরে যাওয়া ফুলের অনুভূতি প্রাণে জাগে,
তবুও ভাবি তারপরও দেখা হবে মৃত্যুর পরে স্বপ্নে।।


সেদিন রবেনা কেহ এই জগতের মানুষদের মত স্বার্থ পাপী,
সেদিন শুধু আমি আর তুমি ভাসাবো কাগজের নৌকা নদীর জলে।
বৃষ্টির টাপুরটুপুর শব্দে গাঁথবো আবার নতুন করে ছন্দ,
তারপরও দেখা হবে মৃত্যুর পরে তোমার সাথে প্রেমাবেশে হব অন্ধ।।


০৯-০২-২০১৭