আমি তোমার ভাষা জানিনা। তুমি কি পছন্দ করবে ইংরেজী/ ........? -তামিম ইকবালকে পাকিস্হানের জাতীয় ছাগল রমিজ গাজা।
রমিজ রাজাদের আমাদের ভাষা জানার কথা না কিংবা তাদের এই বাংলা বিদ্ধেষ নতুন কিছু না।
৫২ এবং ৭১ সালে যে প্যাদানীটা রাজাদের দিয়েছি এজন্য বংশ পরম্পরায় যুগে যুগে রাজারা আমাদের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব পোষন করবে ও বাংলা এবং বাঙ্গালি জাতিশত্তাকে অস্বীকার করতে চাইবে এটাই স্বাভাবিক। রাজা নামক কুলাঙ্গালের জাতগুলো বাংলা বিদ্ধেষি হবে এবং সুযোগ পেলেই আমাদের অপমানের হীন ষড়যন্ত্রে মেতে উঠবে এটাতে অবাক হওয়ার কিছু নেই।
আজকের দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরন করছি এবং আত্নার মাগফিরাত কামন করছি সেই সব মহান বীরদের যারা ঐ রাজাদের ভাষা থেকে আমাদের ভাষাকে পৃথক করে, আমাদেরকে আমাদের মাতৃভাষায় কথা বলা অধিকার দিয়ে গেছেন।
লেখা:- ফ্রেব্রুয়ারি ২০, ২০১৫

বুকের তাজা রক্ত ঢেলে
দিয়ে গেলে মোদের কথা বলা অধিকার
তোমাদের দেখানো পথে হেটেই
আমরা পেয়েছি কাঙ্খিত স্বাধিকার।

সকল ভাষা শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধা সালাম।
আন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস অমর হোক।।