মা, আমি এখন খুব পড়ি,
আর মাঝে মাঝে তোমায় মনে করি ।
মা,খাইয়ে দিবি না তুই?
আমারে যে খুব ক্ষিদে পেয়েছে মা ।।
না, আমি খাবো না ।
যদি তুই আমাকে না খাইয়ে দিস্ মা ।
"খাওয়া শেষে পড়তে বসে
যখন আমার খুম পাবে ।
তুই তখন বলতে নে মা,
এখন রাত্রি আট'টা সবে ।"


আমি ভয় পেয়ে তোর আঁচলে মুখ ঢাকতাম,
আর তখন তুই আমাকে জড়িয়ে  ধরে বলতে নে মা--
"পড়া যে তোর শেষ হয়নি
অলস  ছেলে, এখন কেউ কি ঘুমোয় নাকি? "


মা, ওমা এখন আর আমার ঘুম পাচ্ছে না ।
তুই আমায় ঘুমিয়ে দেনা মা ।
সেই গানটি শুনিয়ে--
"ঘুম পারানি মাসি-পিসি ঘুম দিয়ে যা
আমার ছেলে ঘুমোলে পরে,স্বপ্ন দিয়ে যা"।


আমার চোখের জল তুই দেখতে পাচ্ছিস নে মা?
আমার বুকে কত কষ্ট জমে আছে,
তুই বুঝতে পাচ্ছিস নে মা?
-"কে দেবে আমায় সুখ মাগো
কে দেবে আমায় ভালবাসা
কে বুঝবে কষ্ট মাগো,বুঝবে কে মনের ভাষা?"


অনেক কষ্টে বড় করেছিস,তোরে যে আমি কিছুই দিতে পারি নি..
"জন্ম যদি হয় মা আবার,কথা দিলাম তোরে,
আসব আবার ফিরে মাগো তোর পেটে ধরে।"


তুই আমার সুখ-দুঃখ মাগো,
তুই আমার সর্ব
তুই আমার হূদয় মাগো,তুই যে আমার স্বর্গ ।
সবার কথায় শেষ কথা, আমার কথা না ।
তাই গর্বে আমি বলতে পারি, "সবার উপরে মা"।।