প্রেমানলে পুড়ে ভস্ম আমি দগ্ধে শূন্য,  
মন যে খণ্ড বিখণ্ড ফোঁড়ায় বিদীর্ণ
পায় সর্বহারা দণ্ড দেহ জরাজীর্ণ
ঐ মনের মানুষ কে পাওয়ার জন্য।


হৃদয় চুর্ণ বিচূর্ণ দিদার এ দৈন্য
প্রেমহীন রিক্ত মনে প্রাপ্ত আশা ক্ষীণ
আশাবাদি চেয়ে রয় দিয়ে প্রেম শীর্ণ
হেরিলে জুড়ায় হৃদ হবে মন ধন্য।


শূন্যের যে নাহি রয় বিয়োগের ভয়
ভাগে ক্ষুদ্র হওয়ার নাহি থাকে ডর
গুণ দিয়ে বৃদ্ধি নয়, শূন্যই যে হয়।

গুরু কৃপা দিলে হবে যোগ দয়াময়
নবী দর্পনে দর্শন প্রভু নিরালয়
তবে স্বস্তিময় ধরা মোর মাটি গোর।


১৪-০৫-২৩