হারিয়ে গেছে সুখের
পাখি চিরতরের,
তুবুও খুঁজি তরে মিছে
রাত বেরাতে,
নষ্ট মায়া কেন তাহার
পিছু ছুটে নিশ্চল হয়ে,
স্বল্পভাষী কষ্ট গুলো
মনের মাঝে মোক্ষ সুরে
খেলা করে নিরগুম রাতে।
সেকাল ছিল;
এ কাল এলো -
কষ্ট গুলো বড় হলো দেহের সাথে,
সে যে গেল পাষাণ
পাখি আর এলো না
একবার দেখতে!
তাইতো এখন কষ্ট
গুলো অট্টহেসে খেলা
করে অশ্রুপাতে,
কত শত জীবন কাঁদে আর্থনাদে।


রচনাকাল -
তারিখ- ১০/০৭/২০১৫
ইউ এ ই,