ছোট্ট ছেলে মায়ের কোলে
বসে বসে কয়,
ঈদের দিনে সবাই কি মা
নতুন জামা লয়।


ঐ দেখো মা নতুন জামা
পরছে সবাই মিলে,
আমায় একটি পুরান জামা
রোজ পরাও মা গায়ে।
সঙ্গে আমায় নেয় না কেহ্
পুরান জামা বলে।


মা'গো পাড়ার সবার ঘরে
খোরমা পোলাও রাঁধে,
আমার পাতে দাও কেনো মা
পান্তা ভাত তুলে।


গাড়ি করে সবাই গো'মা
বাবার সাথে ঘুরে,
আমার বাবা কোথায় গো'মা
নেয় না কেনো কোলে।


চুপ কেনো মা কউনা কথা
কোথায় গেছে বাবা চলে,
আমার বড্ড ইচ্ছে করে
বাবার আঁদর পেতে।


দুঃখিনী মা কেঁদে বলে
যাদু বাছা অরে,
তোমার বাবা ঐ আকাশে
আসবেনা আর ফিরে।।