ফুল হয়ে ফুটবো আমরা
পাখি হয়ে ডাকবো,
সবুজ মাঠে ঘাসের বুকে
শিশির হয়ে থাকবো।
মেঘের দেশের রঙধনু টা
রাঙে যেমন রঙয়ে,
সাতটি রঙ দিয়ে তেমন
জীবনটারে আঁকবো।
নদীর মতন চলবো ছুটে
আসবো আবার ফিরে,
বেলা শেষে পাখি যেমন
ফিরে আপন নীড়ে।
সূর্য হয়ে উঠবো ভোরে
রাতের হবো তারা,
দূর অজানায় চলবো ধেয়ে
যেমন ঝর্ণা ধারা।
যুগ হতে যুগ, কাল হতে কাল
বিশ্বটারে টেনে,
এগিয়ে নিবো আমরা মিলে
শক্তি, সাহস, জ্ঞানে।
আমরা কিশোর, মানুষ হবো
ধরবো যুগের হাল,
শান্তি, সৌম্য, ভালবাসায়
হটাবো জঞ্জাল।।